Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলিকে প্রার্থী করায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১২:৩১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৪:৪৬

সানজিদা ইসলাম তুলি এবং এস এ সিদ্দিক সাজু।

ঢাকা: ঢাকা-১৪ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী করেছে ‘মায়ের ডাক’ নামে সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে। কিন্তু এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এখানকার সাবেক একাধিকবারের সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু।

সাজু মনোনয়ন বঞ্চিত হওয়ায় কর্মী-সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাকের সই করা এ নোটিশে বলা হয়েছে, ‘আপনার (এস এ সিদ্দিক সাজু) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হল।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর