Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২১:৩০

নিহত যুবক সাইফুল

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে রাস্তায় পড়ে থাকা সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশি।

শনিবার (২২ নভেম্বর) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবক সাইফুল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আ. সাত্তারের ছেলে।

এরআগে সকালে সুন্দরগঞ্জ পৌরশহরের পূর্ব-বাইপাসমোড় নামক স্থান থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানার এসআই শামসুল আলম। পরে দুপুরে মরদেহটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শামসুল আলম বলেন, গভীর রাতে বা ভোরের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইফুলের মৃত্যু হয়েছে। তবে, গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিএসই'র শরিয়াহ সূচক সমন্বয়
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

আরো

সম্পর্কিত খবর