Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বায়তুল মোকাররমে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৯:১২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৪৮

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগুন।

ঢাকা: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের একটি পিলারের ভেতরের খুটিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ঘটেনি।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পিলারের ভেতরের বৈদ্যুতিক খুটির দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে মসজিদে থাকা মুসল্লি ও আশপাশের মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে মসজিদের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও আগুন বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পিলারের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন মসজিদের মূল কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর