Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৮:০২

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে বংশালের আরমানিটোলাসহ ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ২ জন নিহত হয়েছেন। এছাড়া, সারাদেশে ভূমিকম্পে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড। আর এর প্রভাবে সকালে থেকে সন্ধা পর্যন্ত এই হতাহতের খবর পাওয়া গেছে।

ঢাকার নিহত ৪

ভূমিকম্পে রাজধানীর বংশালের আরমানিটোলায় কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হলেন হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২০)। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।  এছাড়া, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ভবনের রেলিংধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

এদিকে, রাজধানীর মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিংধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। মুগদা থানার এসআই উত্তম মিত্র জানান, নিহত মাকসুদ নোয়াখালীর রামগতি থানার চরসীতা গ্রামের বাসিন্দা।

ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে নিহত ৫

ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী সদর উপজেলার মাধবদীতে। ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল এবং তার ছেলে ওমর (১০) নিহত হয়েছেন। ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করার সময় সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫), কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৫০)  এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫) প্রাণ হারিয়েছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার মেয়ে আহত হয়েছেন। এছাড়া একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর