বিশ্বকাপে এখন পর্যন্ত মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি আর মাত্র ৬টি জায়গা। এর মধ্যে ২টি জায়গার জন্য চলবে আন্তমহাদেশীয় প্লে-অফের লড়াই। গত রাতে হয়ে গেল এই লড়াইয়ের ড্র।
প্লে-অফের এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ৬টি দল। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় মহাদেশীয় এই লড়াইয়ের প্লে-অফের দুই ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো।
প্রথম সেমিফাইনাল হবে কনকাকাফ অঞ্চল থেকে প্লে-অফ নিশ্চিত করা জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যে। এই ম্যাচের জয়ী দল প্রথম ফাইনালে মুখোমুখি হবে আফ্রিকার দেশ কঙ্গোর।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকার দেশ বলিভিয়া ও কনকাকাফ অঞ্চলের দেশ সুরিনাম। এই সেমির জয়ী দল খেলবে এশিয়ার দেশ ইরাকের বিপক্ষে।
আগামী বছরের মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফের ম্যাচগুলো। সেমিফাইনালের লড়াই মাঠে গড়াবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মার্চ।