Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

তিতুমীর কলেজ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাসরিফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্রদল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

আটককৃত তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে পুলিশে দেয়।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং তার আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর