Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রদলের আয়োজনে কাল নবান্ন উৎসব

ঢাবি করেস্পন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২৩:৩৯

ঢাবি ছাত্রদলের আয়োজনে নবান্ন উৎসব। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে (২০ নভেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব ১৪৩২।

বুধবার (১৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি যে কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে ❝নবান্ন উৎসব ১৪৩২❞।

এই উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি ৫ অগ্রহায়ণ, ১৪৩২ (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উড়ন্ত পায়রা চত্বরে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। এই দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর সঙ্গে বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর