Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে পাতা সোহেলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৩:০১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪৯

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড। ছবি ভিডিও থেকে নেওয়া।

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ‘সন্ত্রাসী’ পাতা সোহেল ওরফে মনির হোসেন ও সুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেল ৩টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের কোমরে গুলি করে। তবে ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে মঙ্গলবার পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আসামি হিসেবে জনিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

অপর আসামিরা হলেন- সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর