Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২২:০০

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আগামী বৃহস্পতিবার। দলের শীর্ষ নেতার জন্মদিন পালন উপলক্ষ্যে কেককাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসবে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় এই নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

বিজ্ঞাপন

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর