ঢাকা: ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মোটিভেশনাল প্রশিক্ষণ’দেয়া হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার উদ্যোগে ঢাকা-৬ আসনে নারীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে নারী-পুরুষ সকলে অংশগ্রহনের সুযোগ পাবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে; তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলবে।
ঢাকা-৬ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
কোতোয়ালী থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সামছুল হক খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন থানা কর্মপরিষদ সদস্য আবুবকর সিদ্দিক, আব্দুল জব্বার, আশরাফুজ্জামান প্রমুখ।
এদিকে ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে সায়দাবাদ এলাকার হলি সোল কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন পরবর্তী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় রিজাউল করিম চৌধুরী (আরকে চৌধুরী) কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মোহাম্মদ কামাল হোসেন শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠা হচ্ছে এমন এক ইন্ডাস্ট্রি যেখান থেকে শিক্ষিত জাতি তৈরি হয়। যেই জাতি যতবেশি শিক্ষিত সেই জাতি ততবেশি উন্নত।
এর আগে, ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, নির্বাচনি কেন্দ্র পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমির নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচনী কেন্দ্র পরিচালক এবং থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।