Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ধানখেত থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:১৬

নবজাতক

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ধানখেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের একটি ধানখেতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। কিন্তু তার বাবা-মায়ের পরিচয় এখনো অজানা। পুলিশ জানায়, তদন্ত করে অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, স্থানীয় কৃষক আব্দুল করিম সকালে খেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে এক দুর্বল, আনমনা কান্নার শব্দ। কৌতূহলী হয়ে তিনি ধানের গাছ সরিয়ে খেতের মাঝখানে উঁকি দেন, এবং খোলা আকাশের নিচে এক ফুটলম্বা নবজাতক ছেলে শিশুকে দেখতে পান। শিশুটি কাঁদতে কাঁদতে অসহায়ভাবে শুয়ে ছিল, এবং তার শরীরে কোনো পোশাক ছিল না; শুধু একটি গামছায় আলগাভাবে মুড়ানো।

বিজ্ঞাপন

আব্দুল করিমের চিৎকারে খবর পেয়ে এলাকার বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। তারা শিশুটিকে প্রাথমিকভাবে গামছায় ভালোভাবে মুড়িয়ে নিয়ে দ্রুততম সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা শিশুটির সম্পূর্ণ পরীক্ষা করেন। সে শারীরিকভাবে সুস্থ এবং কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে নবজাতক শিশু হাসপাতালের শিশুবিভাগে যত্নাধীন রয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রামবাসীদের সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত হাসপাতালে শিশুটিকে পৌঁছে দেন। আমরা এখন তার অভিভাবকদের খুঁজে বের করার জন্য তদন্ত করছি। কে বা কারা তাকে ফেলে রেখেছে, তার পেছনের কারণ এবং পরিচয় উন্মোচন করা হবে। তদন্তের ফলাফল অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্র জানায়, শিশুটির পরিচয় নির্ধারণের জন্য স্থানীয় হাসপাতাল, ইউনিয়ন জন্ম নিবন্ধন কার্যালয় এবং এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর