Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৭:২৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২১:০৪

ভোলায় উদ্ধার ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। ছবি: সংগৃহীত

ভোলা: ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে ভোলার উপকূলীয় বন বিভাগ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। প্রাণীটি কিছুটা দুর্বল হওয়ায় বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা খুলে দেখেন ভেতরে বিরল জাতের একটি বড় কচ্ছপ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে একটি অসাধু চক্র কচ্ছপটি পাচারের উদ্দেশ্যে পরিবহণের সময় এটি কোনো বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটিকে নিরাপদে রেখে সকালে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন এসে কচ্ছপটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘উদ্ধার কচ্ছপটির ওজন প্রায় ৫০ কেজি। এটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। যা অত্যন্ত বিরল প্রজাতির। এটি দিন দিন বিলুপ্তির পথে। ধারণা করা হচ্ছে, জেলেরা সাগর বা নদী থেকে এটিকে ধরে পাচারের সময় যে কোনোভাবে পড়ে গেছে। কচ্ছপটি আহত না হলেও দুর্বল অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দুয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর