Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে সামরিক পিস্তলসহ দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ০১:১৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:৩১

সামরিক পিস্তলসহ আটক দুই যুবক। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে সামরিক কমব্যাট পিস্তলসহ রাকিবুল ইসলাম তুষার ও রাকিব হাসনাইন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সামরিক কমব্যাট পিস্তল—যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে মানসম্পন্ন ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

পুলিশ বলছে, আটক দু’জনের পরিচয়, পটভূমি এবং অস্ত্র বহনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অস্ত্রটি অবৈধভাবে বহন করা হচ্ছিল।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজান আলী। তিনি বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয়, পটভূমি এবং অস্ত্র বহনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এখন পর্যন্ত আটককৃতদের বিস্তারিত পরিচয় বা অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্র জানায়, এ ধরনের অবৈধ অস্ত্র বহনের ঘটনা স্থানীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে, তাই তদন্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।