Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ২২:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০১:০০

মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা (ইনসেটে জাফর হাওলাদার)। ছবি কোলাজ: সারাবাংলা

পটুয়াখালী: জেলা কারাগারে অসুস্থ হয়ে বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) মারা গেছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারাগার সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে জাফর হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১১ নভেম্বর ডেভিল হান্টের অভিযানে কেওড়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

মৃত্যুর পর হাসপাতাল চত্বরে স্বজন ও স্থানীয়দের ভিড়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত জেলা প্রশাসক তারেক রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর