Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যায়বিচারের বিজয়ে শুকরিয়া জ্ঞাপন বাংলাদেশ লেবার পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৫:৫২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৪

ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় শুকরিয়া আদায়, ন্যায়বিচারের বিজয় এবং রায়কে যুগান্তকারী মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খানের সই করা এক বিবৃতিতে তিনি বলেন- জুলাইয়ের ছাত্র-জনতার ন্যায়সঙ্গত গণআন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যে গণহত্যা চালানো হয়েছিল, আজকের রায় সেই ভয়াবহতম নৃশংসতার বিরুদ্ধে ন্যায়বিচারের পূর্ণ স্বীকৃতি। এই রায় শুধু দুই ব্যক্তির বিরুদ্ধে নয়- এটি স্বৈরাচার, ফ্যাসিবাদ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদ্রোহী অপরাধের বিরুদ্ধে যুগান্তকারী বিচারিক দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

ডা. ইরান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, বাংলাদেশের নির্যাতিত, গণহত্যার শিকার ও গুম হওয়া পরিবারের আত্মত্যাগ বৃথা যায়নি। শহিদ আউয়াল মিয়া ও নাঈম হাওলাদারসহ শত শত শহিদ আজ ন্যায়বিচার পেয়েছে-এটাই জাতির দীর্ঘদিনের প্রতীক্ষিত বিজয়।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর