Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত ২১ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৮:০৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২২

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর শুক্রবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহিদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

যেসব স্থানে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে- ঢাকায় সদরঘাটে, চট্টগ্রামে নেভাল বার্থ বা বিএন আরআরবি খুলনা নেভাল বার্থ বা রকেট ঘাঁট, খুলনায় দিগরাজ নেভাল বার্থ বা মোংলা বন্দর, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট ও চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর