Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাবে টিসিবি’র ট্রাক সেলের পণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২০:৫৪

-ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্যামিলি কার্ড ছাড়াও সাধারণ জনগণ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কেনা যাবে।

শুক্রবার (১৪ নভেম্বর) টিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়., শনিবার (১৫ নভেম্বর) থেকে (শুক্রবার বাদে) ১৪ দিন নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুর ইত্যাদি জেলায় টিসিবি পণ্যের ট্রাক যাবে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, ফ্যামিলি কার্ডের বাইরে সবাই এসব পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবে তারা।

প্রতিদিন ৬১টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ভোক্তা জন্য পণ্য বরাদ্দ থাকবে বলেও জানায় টিসিবি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর