Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ-২
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী

স্পেশাল করেসপডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৪:০৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:০৬

নাসের শাহরিয়ার জাহেদী। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ: বিশিষ্ট শিল্পপতি ও বাফুফের বর্তমান সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জ্যেষ্ঠ সন্তান।

রেডিয়েন্ট গ্রুপ ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয়তায় ঝিনাইদহ-২ আসনটি বর্তমানে আলোচিত। এ আসনে জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদ খানসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া সংস্থায় নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় তিনি এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

এদিকে, নাসের নাসের শাহরিয়ার জাহেদি মহুলকে অনেকে আওয়ামী ঘরানার বললেও এ নিয়ে আওয়ামী স্থানীয় নেতাদের মাঝেও মতভেদ রয়েছে।

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জমান বলেন, ‘নাসের শাহরিয়ার জাহেদি মহুলকে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত এমপি আব্দুল হাই অনেকটা জোর করেই আওয়ামী লীগে নাম লিখিয়েছিলেন। তবে, মহুল সাহেব দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতেন না।’

আসাদুজ্জামান আরো বলেন, ‘২০২২ সালের পৌরসভা নির্বাচনে মহুল সাহেবের ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেসময় আমাদের দলের একাংশের নেতাকর্মীরা তার বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।’

এছাড়া তার ছোট ভাইয়ের ওপর হামলা করে আহত করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের জুন মাসেই দল থেকে পদত্যাগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে নাসেরের প্রার্থী হওয়ার খবরে তার সমর্থকেদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/জিএস/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর