Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট কাটল ফ্রান্স

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ০৯:১১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১০:৪০

বিশ্বকাপের মূল পর্বে ফ্রান্স

বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে জয় পেলেই চলত তাদের। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স অবশ্য কাজটা সারল দাপটের সঙ্গেই। বাছাইপর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল ফ্রান্স।

ডি গ্রুপের ম্যাচে পার্ক ডি প্রিন্সে মাঠে নেমেছিল ফ্রান্স। পুরো ম্যাচে ইউক্রেনকে দাঁড়াতেই দেয়নি ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ এলেও গোল করতে পারেনি ফ্রান্স।

৪ গোলের সবকয়টিই এসেছে ম্যাচের দ্বিতীয় ভাগে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙ্গেন এমবাপে। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিসে।

বিজ্ঞাপন

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান এমবাপে। ততোক্ষণে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেছে দলের। ৮৮ মিনিটে একিটিকের গোলে বড় জয় নিশ্চিত করে ফ্রান্স।

৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপে পৌঁছে গেল ফ্রান্স।

বিজ্ঞাপন

দাম্পত্য রাগ! সামলাবেন কিভাবে?
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর