Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২২:২৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৫২

বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা সরোয়ার জামাল নিজামকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বার্তা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় থেকে মশাল মিছিলের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু করেন দলটির হাজারো নেতাকর্মী। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে কর্ণফুলী টানেলের প্রবেশমুখে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে সারোয়ার জামাল নিজামের কুশপুতুল দাহ করেন। এছাড়া তার ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, খুবই সুকৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে দলের হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে, ভুল বার্তা দিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন সরোয়ার জামাল নিজাম। তিনি আওয়ামী লীগের দোসর, সুবিধাভোগী। ১৬ বছর তিনি রাজপথে না থেকে পালিয়ে ছিলেন। বরং, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন।

তারা আরও বলেন, সরোয়ার জামাল নিজাম দলের দুর্দিনে কখনও তৃণমূলের পাশে দাঁড়াননি, নেতাকর্মীদের খোঁজ নেননি। যখন আওয়ামী লীগের সীমাহীন দমন-পীড়নে বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া ও ফেরারি জীবনযাপন করছিলেন, তখন তিনি নিশ্চিন্তে পরিবার-পরিজন নিয়ে ছিলেন। এমন একজন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী করায় দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করায় বিএনপির আপামর কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

নেতাকর্মীরা ঘোষিত মনোনয়ন অবিলম্বে বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর