ফরিদপুর: ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান (২৮)-কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। মামলায় আট আসামির মধ্যে সাতজনকে বেকসুর খালাস দেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামী সোহান সুইডেনে পলাতক থাকায় ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনাও দিয়েছে আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাড. গোলাম রব্বানী ভুইয়া রতন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, সুইডেন প্রবাসী সোহানের সঙ্গে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর বিয়ে হয় রোদেলার। এর দুই বছর পর ২০১৭ সালের ১১ জানুয়ারিতে নিজ বাড়িতে নিয়ে যান। বিয়ের দেড় মাস পর যৌতুক না পেয়ে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি রোদেলাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় পরদিন রোদেলার মা রুমানা খান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
২০১৫ সালে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মিজানুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমানের সঙ্গে আলীপুরের শওকত হোসেন খানের মেয়ে সাজিয়া আফরিন রোদেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনরা যৌতুকের দাবিতে রোদেলার উপর নির্যাতন চালাচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।