সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ বিপাকেই পড়েছেন তারা। বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড়ের নিচে চাপা পড়ার অপেক্ষায় আয়ারল্যান্ড। দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ৫২ রান, হাতে ৯ উইকেট। এমন অবস্থায় আইরিশ কোচ হেনরিখ মালান বলছেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়ছেন না তারা।
দ্বিতীয় দিনের শুরুতে ২৭০ রান নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। শেষ দুই উইকেটে খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। ২৮৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশ ব্যাটিং নেমে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিডের দিকে এগুচ্ছে। সাদমান সেঞ্চুরি না পেলেও তিন অংক ছুঁয়েছেন জয়। ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
মালান বলছেন, অবস্থা বেগতিক হলেও এখনই জয়ের আশা ছাড়ছেন না তারা, ‘হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং দিন ছিল। স্কোরবোর্ড দেখলেই বুঝা যায়। মাঝে কিছু জায়গা ভালো করেছিলাম। তবে দিনশেষে আমরা সেভাবে ভালো করতে পারিনি। সম্ভবত এই একটা চান্সই আজ সৃষ্টি করতে পেরেছিলাম। ফিল্ডিংয়ে আমরা অতটা খারাপ দল নই। ফিল্ডিং অনেক ভালো আমাদের। তবে এই একটা চান্স নিতে পারিনি। তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। আশা করি কাল আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব এবং কাজেও লাগাতে পারব।’
নিজেদের লড়াইটা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন মালান, ‘সবাই এখন অনেক হতাশ। তবে অধিনায়কের থেকে বার্তাটা পরিষ্কার। বাকি ৩ দিনেও আমরা লড়ে যাব। এখানে ভিন্ন চ্যালেঞ্জ। শেষ ৩ টেস্ট ম্যাচ ভিন্ন ছিল। কেবল ৩ দিন খেলেছি। এখানে যা ফেইস করছি সেসব আগে করতে হয়নি। ফলে ভিন্ন চ্যালেঞ্জে মানিয়ে নিতে হবে। কিছু জায়গায় আমাদেরকে আরও উন্নতি করতে হবে, আমরা সেদিকেই তাকিয়ে আছি।’