Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর শান্তিনগর ও কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ০০:২৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১০:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে ও কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) রাতে পৃথক পৃথক ওই স্থানে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ‌

এদিকে, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। ‌একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ফলে রাজধানীজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর