Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে রেললাইনে আগুন, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২২:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০১:০০

তেজগাঁওয়ে রেললাইনে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানিয়েছেন।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, তেজগাঁওয়ে ট্রেন যে লাইন দিয়ে চলাচল করে না সেই পরিত্যক্ত রেললাইনে কিছু টোকাই আগুন জ্বালায়। তখন সেখান থেকে দুই টোকাইকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা আটক করেছে। শীত নিবারণের জন্য, নাকি অন্য কোনো কারণে তারা আগুন ধরিয়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর