Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খন্দকার মোশাররফের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২১:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০০:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই ঐক্যই নিশ্চিত করবে আগামী নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন এবং পরবর্তীতে দেশের সংবিধান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার এনেছিলেন।’

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, ‘জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতার স্থলে ঈশ্বরে বিশ্বাস প্রতিষ্ঠা করেছেন এবং সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতি প্রবর্তন করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের অবদানকে বিকৃত ও অবহেলা করছে।’

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর