Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মোস্তফা কামরুস সোবহান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৭

মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান -(ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: মোস্তফা কামরুস সোবহান দ্বিতীয়বারের মতো টানা মেয়াদে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ অক্টোবর রূপালী বিমা ভবনে অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র ছেলে মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড-এর প্রতিষ্ঠাতা।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের উরুগুয়ের সম্মানিত কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদ মনে করে, তার পুনর্নিয়োগ কোম্পানির অগ্রগতি,দক্ষতা, নেতৃত্ব এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতিফলন হবে।

বিজ্ঞাপন

ওসমান হাদী লাইফ সাপোর্টে
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর