Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাবি করেস্পন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:১৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:৩৮

‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার ফটকে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ধারণা করা হচ্ছে, আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে তারা এ তালা লাগিয়েছে। তালাগুলোতে ‘লকডাউন BSL’ লেখা রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

তালা লাগানো ফটকগুলো হলো—চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা আমরা যাচাই করছি। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর