Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার ইনজুরিতে ইয়ামাল, মুখোমুখি বার্সা-স্পেন

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১২:০৫

আবারো ইনজুরিতে ইয়ামাল

ইনজুরির কারণে এই মৌসুমের অর্ধেকটা সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে নিয়ে তাই বার্সেলোনা ও স্পেনের মধ্যে চলছে টানাপোড়ন। এবার নতুন করে ইনজুরিতে পড়ে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেছেন ইয়ামাল। আর এতেই নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে স্পেন ও বার্সা।

কুঁচকির চোটে গত মাসে স্পেনের হয়ে দুটি ম্যাচে খেলা হয়নি ইয়ামালের। এই সমস্যা সারিয়ে তুলতে গত ১০ নভেম্বর, সোমবার তার রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করানো হয়। আর এতেই বিশ্বকাপের বাছাইপর্বের জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

জাতীয় দলকে না জানিয়ে ইয়ামালের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তারা বলছেন, ‘জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগে না জানিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। বিষয়টি জানা গেছে গত রাত ১০টা ৪০ মিনিটে পাওয়া একটি প্রতিবেদনের মাধ্যমে, যেখানে (ইয়ামালকে) ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর জানার পর আরএফইএফের চিকিৎসক দল বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছে।’

বিজ্ঞাপন

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও বার্সেলোনার আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত, ‘কিছু বিষয় বা প্রক্রিয়া আছে, যা আরএফইএফের বাইরে সম্পন্ন হয়। এমনটাই হয়, এটাই বাস্তবতা। আমাদের সেটি মেনে নিতে হবে। এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। আমার মনে হয় না, বিষয়টা খুব স্বাভাবিক। অবশ্যই আমি অবাক হয়েছি, যেমনটা অন্য সবাইও হয়েছে। আপনি কিছু শুনবেন না, বিস্তারিত কিছু জানতেও পারবেন না। আমি আবারও জোর দিয়ে বলছি, যখন বিষয়টি একজন খেলোয়াড়ের স্বাস্থ্য ও ফিটনেসের সঙ্গে সম্পর্কিত, তখন সত্যিই অবাক না হয়ে উপায় থাকে না।’

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। এরপর মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে তুরস্কের বিপক্ষে। এই দুই ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে স্পেন।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর