Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব
বিশ্বকাপের টিকিটের অপেক্ষায় ১৪ দেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১১:২৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১১:৩৩

বিশ্বকাপের টিকিটের অপেক্ষায় রোনালদোর পর্তুগাল

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছেন ২৮ দল। ৪৮ দলের আসন্ন ফিফা বিশ্বকাপে জায়গা বাকি আর মাত্র ২০টি। এই মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপের টিকিট পাবে ১৪টি দেশ। ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হতে পারে এই মাসের আন্তর্জাতিক বিরতিতেই।

ইউরোপিয়ান অঞ্চল

ইউরোপ থেকে ১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাবে বিশ্বকাপের মূল পর্বে। প্লে-অফ পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে আরও ৪টি দেশ।

ইউরোপ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে শুধু ইংল্যান্ড। চলতি মাসে টিকিট নিশ্চিত করবে আরও ১১ গ্রুপ চ্যাম্পিয়ন। ১৩, ১৪ ও ১৫ নভেম্বর না হলেও ১৬, ১৭ ও ১৮ নভেম্বরের ম্যাচ শেষে ১২ গ্রুপ চ্যাম্পিয়নকে পেয়ে যাবে ইউরোপ।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া। ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি আছে বেশ বিপাকে। তাদের খেলতে হতে পারে প্লে-অফ।

কনকাকাফ অঞ্চল (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান)

আগামী ফুটবল বিশ্বকাপে হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। এই তিন স্বাগতিক দেশের সঙ্গে কনকাকাফ অঞ্চল থেকে সরাসরি যোগ দেবে আরও তিন দেশ। আন্তমহাদেশীয় প্লে-অফে যাবে দুটি দল।

বাংলাদেশ সময় ১৪ নভেম্বর সকালে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে হন্ডুরাস ও জ্যামাইকা। বিশ্বকাপের দৌড়ে টিকে আছে এ অঞ্চলের আরও ৭টি দেশ।

আন্তমহাদেশীয় প্লে-অফ

১৩ ও ১৮ নভেম্বর দুই লেগের প্লে-অফ শেষে এশিয়া থেকে আন্তমহাদেশীয় প্লে-অফে সুযোগ পাবে ইরাক কিংবা সংযুক্ত আরব আমিরাত। আন্তমহাদেশীয় প্লে-অফে আফ্রিকার জন্য বরাদ্দ একটি জায়গা। লড়াইয়ে আছে চারটি দল। ১৩ নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নাইজেরিয়া ও গ্যাবন। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ক্যামেরুন ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো। ১৫ নভেম্বর ফাইনালের বিজয়ীরা যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

বিজ্ঞাপন

দাম্পত্য রাগ! সামলাবেন কিভাবে?
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর