Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতারে বাজার লকডাউন, ব্যবসায়ীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১০:৩৮

খাসেরহাট বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল।

নোয়াখালী: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা খাসেরহাটের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতারের কারণে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা গোলাম মাওলা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বাজার লকডাউন ঘোষণা করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করেন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে স্থানীয় খাসেরহাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে চরবাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এতে বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা ছাড়াও বাজারের সাধারণ ক্রেতারা অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলটি খাসেরহাট বাজার প্রদক্ষিণ শেষে মাছ বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা দলীয় লোকদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ’তাদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান।

এ সময় এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর,উপজেলা যুবদল নেতা নুরুল হুদা, সেচ্চাসেবক দল নেতা মজনু, চরবাটা ইউনিয়ন জামায়াত নেতা দিদারুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

শুভ-ঐশীর চুমুর দৃশ্যের গল্প
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর