রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েন্ট জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজ এলাকার অরিয়েন্ট জুটমিলে এ আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ীসহ আশপাশের আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন মিলের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস।
অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর মিলটির পিছনে একটি গোডাউনে আগুন দেখে শ্রমিকরা চিল্লা চিল্লি করলে এসে দেখতে পাই আগুন জ্বলছে। যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোন শ্রমিক ছিল না। তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।
রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।