Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে বিস্ফোরণ, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৮:১৫

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘গাড়ি বোমা’ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটারে) থেকে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

এ ঘটনার পর সোমবার রাতে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এক্স অ্যাকাউন্ট লেখেন, “আজ সন্ধ্যায় দিল্লির লালকেল্লাতে গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় আমি ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আমার সহকর্মীরা গভীর শোক ব্যক্ত করছি।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ও তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সহমর্মিতা থাকবে।” “বিচলিত করার মতো এই সময়ে বাংলাদেশ সব সময়ের মতো ভারতের পাশে থাকবে”, লেখেন তিনি।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্ তার এই পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ট্যাগ করেন।

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে গত এক বছরেরও বেশি সময় ধরে শীতলতা চলছে। সেই পটভূমিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।

কয়েক মাস আগে গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যুর ঘটনায়ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারতকে শোক ও সমবেদনা জানানো হয়েছিল। মানবিকতার প্রশ্নে কূটনৈতিক অস্বস্তি তখনও কোনও বাধা হয়নি।

সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ইস্যুতে দিল্লি ও ঢাকা যে একই ভাবধারার শরিক; হাইকমিশনারের বার্তার মধ্য দিয়ে সেটি প্রতীয়মান হলো বলেও আঞ্চলিক ভূরাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর