ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে প্রার্থী ও চেয়ারর্পারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সভাপতি তাসভীরুল ইসলাম বলেছেন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, চাওয়া-পাওয়া নেই। আমি শুধু এলাকার জনগণের সেবা করতে চাই। এ ছাড়া শহিদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পা উন্নয়ন প্রকল্প এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে চাই।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তাসভীরুল ইসলাম বলেন, ‘কুড়িগ্রাম জেলা নদী ভাঙ্গন এলাকা। আমার এলাকার মানুষকে বাঁচাতে হবে এটা আমাদের শহিদ জিয়ার প্রতিজ্ঞা ছিল তা আমি বেঁচে থাকলে আল্লাহ রহমতে রেখে যাওয়া কাজগুলো করব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলা একটি অবহেলিত জেলা। এখনো কোনো শিল্পকারখানা নেই। এ জেলায় বেকারত্ব বেশি। অনেক শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে তাদের কোনো কর্মসংস্থান নেই। আমি আগামীতে কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই। আমার লক্ষ্য আল্লাহ যদি সহায় হন আমি আমার এলাকার মানুষের জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাব।’
তিনি আরও বলেন, ‘উত্তরের ৬ জেলার ৭ কোটি মানুষের দুঃখ তিস্তা। বন্যার আর খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর তাই তিস্তা বাঁচাতে ফুসে উঠেছে তিস্তাপাড়ের লাখো মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছি। এ প্রকল্পের বাস্তবায়ন চাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, অ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, এরশাদুল হাবিব নয়ন, রমেশ সাহা সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক ও জমিদার রায় সরকার প্রমুখ