Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৯:৩৫

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

প্রধান অতিথি বলেন, ‘শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের মাধ্যমেই হয়ে থাকে। আমরা যদি একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলি কিন্তু ভালো আচরণের শিক্ষা দিতে না পারি, তাহলে এর কোনো অর্থ হয় না। কারণ সে কর্মক্ষেত্রে সফল হতে পারবে না।’ তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।

প্রশিক্ষণ কর্মশালায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং ফার্মেসি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর