ময়মনসিংহ: ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডেঙ্গু আক্রান্ত এলাকাগুলোতে দিনব্যাপী প্রচারাভিযান চালায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ।’
প্রচারাভিযানে মাইকিং, সচেতনতা লিফলেট বিতরণ ও জনউদ্যোগের পথসভা করা হয়। পথসভায় জনউদ্যোগ-এর পক্ষ থেকে নগরবাসীকে অধিক পরিমাণে সচেতন হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা, পানি জমিয়ে না রাখা, এডিস মশার লার্ভা যাতে জন্মাতে না পারে সে ব্যাপারে সকলকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন প্রশাসন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় মশা নিধনে আরও যত্নশীল ও দায়িত্ববান হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহ জনউদ্যোগ সদস্য সচিব শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় নগরীর হরি কিশোর রায় রোড ও নতুনবাজারে পথসভায় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক নিয়ামুল কবীর সজল, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ময়মনসিংহ প্রধান আব্দুল কাদের চৌধুরী মুন্না, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমদ, জহিরুল আমীন রুবেল, সাবেক জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, সুজন জেলা সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শি কাজল ও আইইডি’র ব্যবস্থাপক নূর নাহার বেগম, কালচারাল অ্যাক্টিভিস্ট আবুল মুনসুর, খন্দকার শরিফ আহম্মেদ প্রমুখ।
পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরজুড়ে মাইকিং ও জনসচেতনতা লিফলেট বিতরণ করা হয়।