Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে রেল কর্মকর্তা আহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৮:০১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৩৮

আহত রেল কর্মকর্তা ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।

আহত ইকবাল হোসেন রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লার লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম।

জানা গেছে, সকাল সাড়ে ৬টায় ঢাকা ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছে বিরতি নেয়। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে বেলা সোয়া ১২টার দিকে ট্রেনটি কালুরঘাট সেতুতে পৌঁছায়। সেতু অতিক্রমের সময় ট্রেনটি সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলছিল।

বিজ্ঞাপন

ইকবাল হোসেন ওই ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলেন। তিনি ট্রেনের গার্ড বা পরিচালকদের জন্য নির্ধারিত সবচেয়ে পেছনের ‘গার্ড-ব্রেক’ বগিতে অবস্থান করছিলেন। ট্রেনটি সেতু অতিক্রমের সময় তিনি বগির দরজায় দাঁড়ানো ছিলেন।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার শাকিলা সোলতানা সারাবাংলাকে বলেন, ‘দরজায় দাঁড়ানো অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান ইকবাল হোসেন। তিনি মাথায় এবং শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি পড়ে গেলেন এটার সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। হয়তো অসতর্কতাবশত তিনি পড়ে গেছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর