Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:৫৪

ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়া আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে দুদেশের জন্যে তা বাস্তব সুফল বয়ে আনবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম)-এর জোহর শাখার চেয়ারম্যান সাউ সেওং হো এবং অন্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এতে শিল্পখাতে সহযোগিতা, যৌথ উদ্যোগ ও ব্যবসায়িক সংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

হাইকমিশনার আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এ অংশ নিতে এফএমএম-কে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, এই আয়োজন দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফএমএম নেতারা বাংলাদেশের তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা শিগগিরই ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন এফএমএমের ভাইস চেয়ারম্যান জেরার্ড স্যাঙ্কার, চ্যান চি মেং, কমিটির সদস্য মাইকেল লক ও জেসন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মোনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর