Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ফ্লাইট মিস, কখন দেশে ফিরবেন হামজা?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৪:১৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:২১

ফ্লাইট মিস করেছেন হামজা

নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ, ১০ নভেম্বর দুপুরে ঢাকায় পা রাখার কথা ছিল তার। তবে ঢাকায় এখনো পৌঁছাতে পারেননি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জানা গেছে, ইংল্যান্ড থেকে ফ্লাইট মিস করায় দেশে ফিরতে দেরি হচ্ছে তার।

বাফুফে সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। এতেই আজকের ফ্লাইট মিস করেন লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার।

পরবর্তীতে হামজা নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন। এই কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে। ১০ নভেম্বর দুপুর ১২টায় দেশে আসার কথা থাকলেও হামজা দেশে পা রাখবেন বিকেল ৫টায়।

বিজ্ঞাপন

‎আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দুই ম্যাচেই পুরোটা সময় মাঠে থাকবেন হামজা, আশা করা হচ্ছে এমনটাই।

বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর