Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ মাহমুদের পদত্যাগকে সাধুবাদ জানালেন রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঢাকা: স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সরকারের উপদেষ্টা যারা ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চান, তারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে।

রাশেদ খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইলো। পদত্যাগ আরও আগে করলে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো। তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থতা ছিল, যার কারণে আসিফরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।’

আসিফ মাহমুদের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট লং মার্চের তারিখ এগিয়ে আনার নায়ক ছিলেন তিনি। রাশেদ খান আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদ ভবিষ্যতে জনগণের নেতা নয়, বরং সেবক হিসেবে কাজ করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর