Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ-২ আসনে জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৩:২৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

অ্যাডভোকেট জালাল উদ্দিন।

ঢাকা: কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল ও দলীয় সব পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন সাংবাদিক ও সমাজকর্মী আহসান হাবিব (বরুন)।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহসান হাবিব বলেন, ‘জালাল উদ্দিন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দের ঘনিষ্ঠ বন্ধু এবং ‘ফ্যাসিস্টের পদলেহনকারী’। তার বিএনপি মনোনয়ন বর্তমান দলের লক্ষ্য ও আদর্শের জন্য হুমকি স্বরূপ।

তিনি অভিযোগ করেন, জালাল উদ্দিন চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজিতে জড়িত ছিলেন। পাকুন্দিয়া উপজেলার তিনটি বালু মহাল দখল করে কোটি টাকার বালু বিক্রি এবং দুই কোটি ৯২ লাখ টাকার টেন্ডার সমঝোতা থেকে এক কোটি ১৪ লাখ টাকা দলীয় নামে আত্মসাৎ করেছেন। এছাড়া, স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়েছেন, ছাত্রদল নেতাদের ভয় দেখিয়েছেন এবং মনোনয়ন পাওয়ার পর এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন।

বিজ্ঞাপন

আহসান হাবিব বিএনপি নেতৃত্বের কাছে দাবি জানান, জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল ও তাকে দলীয় পদ থেকে অব্যাহার করা হোক। একই সঙ্গে তিনি নিজেকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দেন, ২০০১ সালে হারানো আসনটি তিনি বিপুল ভোটে পুনরুদ্ধার করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর