Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে বাড়ছে শীতের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১০:১৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১২:২৭

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশের প্রায় সব অঞ্চলে শীতের আমেজ বাড়ছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কিছুটা কমতে পারে। সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে বলেও জানানো হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আজ সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেনছেন, ‘উত্তরাঞ্চলে শীত পড়তে শুরু করেছে। ক্রমান্বয়ে সারাদেশেই শীত বাড়বে। আপাতত আরও দুই-তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এরপর সামান্য বাড়ার সম্ভাবনাও আছে।’

তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চল হয়ে ধীরে ধীরে সারাদেশে শীতের প্রভাব বিস্তার করবে। ডিসেম্বরের শুরুতেই দেশের অধিকাংশ অঞ্চলে সকালের কুয়াশা ও শীতের ঘনত্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/জিজি