Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:৪২

মেট্রোরেল।

ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে এমন সিদ্ধান্তের পেছনে কি কারণ তা জানা যায়নি।

অফিস আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।’

বিজ্ঞাপন

এতে ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্য চিঠিতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর