Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবারের ‘জনসভা’ সফল করুন: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২১:১৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২৩:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: আগামী ১১ নভেম্বর পুরানা পল্টনের জনসভা সর্বাত্মকভাবে সফল ও সার্বিক সহযোগিতার জন্য ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জনসভার প্রস্তুতিমূলক বৈঠকে তিনি এ আহবান জানান।

মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক পল্টন মোড়ে অনুষ্ঠিতব্য ‘জনসভা’ বাস্তবায়ন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মো. ইয়াছিন আরাফাত ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

বিজ্ঞাপন

বৈঠকে জনসভা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জনসভা সফল করার লক্ষ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর