Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একীভূতের প্রক্রিয়াধীন ৫ ব্যাংকের শেয়ারের বিষয়টি সরকার দেখবে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৯:০৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:৫১

একীভূত হওয়ার প্রক্রিয়াধীন শরিয়াহভিত্তিক ৫ ব্যাংক – কোলাজ ছবি : প্রতীকী

ঢাকা: একীভূত হওয়ার প্রক্রিয়াধীন শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের শেয়ার দরের বিষয়টি সরকার দেখবে বলে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাঁচ ব্যাংকের শেয়ারগুলোর মূল্য শূন্য হিসেবে বিবেচিত হবে। ফলে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, একীভূতের প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন, সেটাই চূড়ান্ত কথা নয়। বিষয়টি সরকার দেখবে।

বিজ্ঞাপন

শরিয়াহভিত্তিক ব্যাংক ৫টি হচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ মন্ত্রী মর্যাদার করার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এ নিয়ে আমি মন্তব্য করব না। সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নিয়ে পরে এ ব্যাপারে কথা বলব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর