Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৫:০১

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের কুড়িগ্রাম জেলা ইউনিট।

এসময় লিখিত বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস-এর বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম। এসময় আরও সম্পূরক বক্তব্য দেন প্রভাষক মো. মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতির দাবি জানান।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর