প্লে-অফের তিন ম্যাচের সিরিজে ছিল ১-১ এ সমতা। শেষে ম্যাচে যে জিতবে, সেই পৌঁছে যাবে কনফারেন্স লিগের সেমিফাইনালে। এমন সমীকরণকে সামনে রেখেই মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইতিহাস গড়েছে মায়ামি। মেসির রেকর্ড গড়ার রাতে ন্যাশভিলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মায়ামি।
‘বেষ্ট অব থ্রি সিরিজের’ প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতেছিল নাশভিল। আজকের তৃতীয় ম্যাচ তাই দুই দলের জন্যই ছিল ‘বাঁচা-মরার’।
চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় লিড পায় মায়ামি। চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। ৩৯ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পায় মেসি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৭৩ ও ৭৬ মিন্তিএ জোড়া গোল করে মায়ামির বড় জয় নিশ্চিত করেন আলেন্দে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই ইতিহাস গড়ে সেমিতে পৌঁছে গেল মায়ামি। কনফারেন্স লিগের সেমিতে মেসিদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।
এই ম্যাচে অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েছেন মেসি। প্রথম পেশাদার ফুটবলার হিসেবে ৪০০টি অ্যাসিস্ট করার রেকর্ড করলেন মেসি। বার্সেলোনার হয়ে মেসির অ্যাসিস্ট ২৬৯টি, আর্জেন্টিনার হয়ে ৬০টি, পিএসজির হয়ে ৩৪টি ও মায়ামির হয়ে ৩৭টি।