Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২১:৩২

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী ১০ নভেম্বর শেষ হচ্ছে নির্বাচনের আগে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ। সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তকরণের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করতে বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১০ নভেম্বর। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আসুন জেনে নেই, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন প্রক্রিয়া:

  •  প্রথমে ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে।
  • পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
  • ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে,আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর