কুমিল্লা: কুমিল্লায় আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার খবরে জেলাজুড়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও ডিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত থেকে শনিবার (৮ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, বিদেশে পলাতক আ.ক.ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাষ্টার, এহতেশামুল হক রুমী, আব্দুর সবুর, জাহাঙ্গীর আলম সরকার, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আবুল কালাম আজাদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল ও বিভিন্ন রকম নাশকতার চেষ্টা করছে।
এক্ষেত্রে জনপ্রতি ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক থেকে দেড় মিনিট স্থায়ী ঝটিকা মিছিল ও নানা রকম নাশকতার জন্য। সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। টাকার বিনিময়ে করা মিছিলে কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজিযোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে। আবার সোস্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্দন দেয়।
রাষ্ট্রবিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তায় বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
আটক হওয়া নেতাকর্মীরা হলেন দাউদকান্দি উপজেলার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), বড় কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা পাপন পাল (৫৫), বুড়িচংয়ের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম, বাঙ্গরা বাজার থানার পুর্ব ধইর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ( ৪৫), বরুড়া উপজেলার ঝলম ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোহাম্মদ শরিফ উদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ছাত্রলীগকর্মী মো. সম্রাট, চৌদ্দগ্রাম উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াসিন, নাংগলকোট উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ভুইয়া, সদর দক্ষিণ উপজেলা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মজুমদার রাফি, কুমিল্লা মহানগরীর ২৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল হালিম, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অভি আহমেদ মাসুম (৩০), বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (৪৫), বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন (২৬), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন (৪৫), দেবিদ্বার উপজেলার
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিয়ন, কুমিল্লা সদরের কালির বাজার ইউনিয়নের যুবলীগের সদস্য ইমান হোসেন (৩৫), কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. উল্লাহ হৃদয় (২৮), ৪নং ওয়ার্ড শ্রমিকলীগকর্মী মো. বাবলু (৩৩), ৪নং ওয়ার্ড যুবলীগের কর্মী নাইমুল ইসলাম (৩২)-সহ চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, বি-পাড়া উপজেলার আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের অনেক নেতাকর্মী।
কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জেলার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৪৫ জনের মতো নাশকতাকারীকে আটক করেছি। জননিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’