Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী-৪ আসনে দাঁড়িপাল্লার পক্ষে মোটর শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৬:৪৭

নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইসহাক খন্দকার’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা।

নোয়াখালী: নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকার’র নেতৃত্বে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী সদরে দাঁড়িপাল্লার পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভা গেট থেকে ওই মোটর শোভাযাত্রার শুরু হয়।

এ সময় দাঁড়িপাল্লার প্রতিকৃতি, দলীয় ও জাতীয় পতাকা বহন ছাড়াও এক রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় বিপুল সংখ্যক নোয়াখালী ৪ আসনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

নোয়াখালী ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইসহাক খন্দকার’র সঙ্গে জেলা ও উপজেলা নেতারা মোটর শোভাযাত্রায় অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা আমির হাফেজ মহিউদ্দিন, শহর আমির মাওলানা মো. ইউসুফ, সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নাজমুল ইসলাম শামিম ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রাকিব আব্দুল্লাহসহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর