Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী

স্পেশাল করেসপডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৫:৫১ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১৭:৩০

বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ছবি: সারাবাংলা

বগুড়া: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে বগুড়ায় তিন দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই প্রদর্শনীর আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাডভোকেট এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মান শেখ, আনিছুল হক, রাশেদুল করিব রাশেদ, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ সুজন, দপ্তর সম্পাদক রবি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি রাশেদুজ্জামান ওয়াসিম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-প্রচার সম্পাদক মো: সনেট, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান হিরা প্রমুখ।

বিজ্ঞাপন

শেষে জেলা যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকশানার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর